সবচেয়ে বেশি বছর কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ সময় ধরে ইসরাইয়েলি কারাগারে বন্দি থাকা এমন এক নেতার নাম আবদুল্লাহ বারঘুতি। আবদুল্লাহ ১৯৭২ সালে কুয়েতে জন্মগ্রহণ করলেও তার পরিবারে আদি নিবাস রামাল্লার বেইত রিমা এলাকায়। অসলো চুক্তির প্রাক্কালে ১৯৯০ সালের শেষের দিকে তিনি পশ্চিম তীরে চলে আসেন এবং হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডে যুক্ত হন। হামাসের এ নেতা বিদ্রোহী গোষ্ঠীটির প্রধান বোমা প্রস্তুতকারক ছিলেন। ২০০০ সালের শুরুতে পরিচালিত একাধিক হামলায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করে ইসরায়েল সরকার। অভিযোগের প্রেক্ষিতে ২০০৩ সালে ইসরায়েলের শিন বেত সিকিউরিটি সার্ভিস তাকে গ্রেফতার করে। বিভিন্ন অপরাধে তাকে অভিযুক্ত করে ৬৭ বার যাবজ্জীবন এবং ৫,২০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘ ২৩ বছর ধরে ইসরায়েলের কারাগারে বন্দি আছেন আবদুল্লাহ। বর্তমানে তিনি ইসরায়েলের গিলবোয়া কারাগারে বন্দি আছেন। কারাবাসের অধিকাংশ বছরগুলোতে...