ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলের এক বাসচালককে বহিরাগতদের মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আহত বাসচালক হলেন মাহফুজুর রহমান পল্টন। শনিবার ঝিনাইদহ সদর থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা ২০–৩০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘কুহেলিকা’ বাস ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়ে আরাপপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সৃজনী তেলপাম্পের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ২০–৩০ জন সন্ত্রাসী বাসটির গতিরোধ করে। পরে এক ব্যক্তি দ্রুত বাসে উঠে চালক মাহফুজুর রহমানকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিলঘুষি মারতে থাকে। এ সময় সন্ত্রাসীরা বলতে থাকে, ‘শালা, তুই বাস নিয়ে আসলি কেন?’—এবং তাকে উপর্যুপরি চড়-থাপ্পড়, কিলঘুষি ও লাথি...