আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার ভারতে এক সপ্তাহের সফরে পৌঁছেছেন। পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন আমির খান মুত্তাকি।শুক্রবার সেই বৈঠকের ছবি ছড়িয়ে পড়তেই দেখা যায়— আফগান দূতাবাসে আয়োজিত প্রেস কনফারেন্সে উপস্থিত সবাই পুরুষ সাংবাদিক। একজন নারী সাংবাদিকও সেখানে নেই। অভিযোগ উঠেছে, সেই প্রেস কনফারেন্সে কোনো নারী সাংবাদিককেই আমন্ত্রণ জানানো হয়নি। কয়েকজন ঢুকতে চাইলেও বাধা দেওয়া হয়েছিল। এ সিদ্ধান্তে ভারতজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই, অনেক সাংবাদিক সোশাল মিডিয়ায় তাদের ক্ষোভ উগরে দেন। উল্লেখ করেন যে, সব নারী সাংবাদিক পোশাকবিধি মেনে চললেও ঢুকতে দেওয়া হয়নি সাংবাদিক বৈঠকে, যা লিঙ্গবৈষম্যমূলক।নারী সাংবাদিকদের বাদ দেওয়া নিয়ে ভারতীয় সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও অন্যান্য অনেকেই কড়া সমালোচনা করেন। কিন্তু ঘটনার পর...