গাজা যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির অংশ হিসেবে মুক্তি পাবে এমন ফিলিস্তিনিদের তালিকায় নেই আলোচিত চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডা. হুসাম আবু সাফিয়া। একইসঙ্গে তালিকায় নাম নেই গাজায় হামাস নিয়োগপ্রাপ্ত ফিল্ড হাসপাতালসমূহের পরিচালক ডা. মারওয়ান আল-হামস। এদের মধ্যে আবু সাফিয়াকে গত বছর এবং মারওয়ান আল-হামসকে চলতি বছরের জুলাইয়ে ইসরাইলি বাহিনী আটক করে। হামাসের একটি সূত্র সিএনএনকে এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল। উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ওই হাসপাতালে অভিযানের সময় আরও প্রায় ২৪০ জনের সঙ্গে আটক করে ইসরাইলি সেনারা। সেনাবাহিনীর দাবি ছিল, হাসপাতালটি হামাসের এক কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ইসরাইলের অব্যাহত গোলাবর্ষণ ও হুমকির মধ্যেও রোগীদের সেবাদান থেকে পিছপা হননি ডা. হুসাম আবু সাফিয়া।...