শনিবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে এই আয়োজন করা হয়। সেখানে দুপুর ১টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন চলে। শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানান হাসান, অধ্যপক সিরাজুল ইসলাম চৌধুরী, ফটো সাংবাদিক শহিদুল আলমসহ একাধিক অধ্যপক, লেখক, সাংবাদিক, কবি ও সৈয়দ মনজুরুল ইসলামের একাধিক ছাত্রছাত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এই যে বিরল একজন মানুষ। তার মধ্যে কোন অহংকার করত না। আমরা তাকে বিষণ্ণ দেখিনি। হাটত সে। হাটা তার প্রিয় কাজ। আমাদের জন্য তার সাহিত্যকর্ম আমাদের পথ দেখাবে। আমাদের জন্য তার প্রস্থান ভীষণ ক্ষতির। তিনি বলেন, শিক্ষার্থীরা তাকে ভালোবাসে। সাহিত্য সাথে যে সংযোগ তাও অনবদ্য। এরজন্য সে একুশে প্রদক সহ বেশ কয়েকটি পুরষ্কার ও...