ভারত ও আফগানিস্তানের সম্পর্কের নতুন অধ্যায় খুলে দিতে নয়া দিল্লিতে পা রেখেছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী। ভারত সফরে এসে তালেবান পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন। আফগানিস্তানের মাটিতে কোনো বিদেশী শক্তির নিয়ন্ত্রণ মেনে নেওয়া হবে না বলে সাফ জানান তিনি। একইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুত্তাকী। অন্যদিকে, ভারতকে ঘনিষ্ঠ বন্ধু আখ্যা দিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে বুকে টেনে নেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের সন্ত্রাসীদের কালো তালিকাভুক্ত এই নেতার সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে বাড়ছে জল্পনা। বৃহস্পতিবার শুরু হওয়া এই আট দিনের সফরকে ঘিরে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক ভারসাম্যে নতুন বার্তা দেখছেন বিশ্লেষকরা। আঞ্চলিক ভূরাজনীতিতে সম্পর্কের সমীকরণ বদলআফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর বদলে যায় কাবুলের সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণ। তালেবান সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করতে দেখা গিয়েছিল ভারতকে। সম্প্রতি...