কাদিয়ানী সম্প্রদায়ের বিশ্বাস ইসলামের মৌলিক আকীদা খতমে নবুওয়ত-এর পরিপন্থী হওয়ায় তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা এখন সময়ের দাবি—এমনটি উল্লেখ করে দেশের শীর্ষ আলেমরা বলেছেন, এটি কেবল ধর্মীয় নয়, বরং জাতীয় ঐক্য ও সামাজিক স্থিতিশীলতার স্বার্থেও অপরিহার্য। আজ শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর রাজধানীর দিলু রোড মাদ্রাসায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক পরামর্শ সভা। সভায় সভাপতিত্ব করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রশিদ আহমদ, এবং সঞ্চালনা করেন মাওলানা আবুল কাসেম আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহবায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব মধুপুর বলেন, বিশ্বের বহু মুসলিম রাষ্ট্রের মতো বাংলাদেশেও সংবিধান ধর্মীয় স্বাধীনতা স্বীকার করলেও ইসলামের মৌলনীতি বিরোধী...