ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) আরো পরিচ্ছন্ন ও সবুজ করে গড়ে তুলতে ‘স্পেশাল ক্লিনিং ক্যাম্প ২০২৫’ কর্মসূচি পরিচালিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত করে।আরো পড়ুন:বুয়েট ও ঢামেকে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযানআবরারের রক্ত বৃথা যায়নি, জাতিকে জাগিয়ে তুলেছে এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের প্রায় ১৩ শতাধিক পরিচ্ছন্নতা কর্মী একযোগে অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন, নর্দমা, ফুটপাত ও ক্যাম্পাসের জমে থাকা ময়লা পরিষ্কার, আইলেন্ড রং এবং মশার ওষুধ প্রয়োগ করা হয়। এছাড়া, জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “আজ বিশেষ পরিচ্ছন্নতা অভিযানকে সফলভাবে...