গৃহযুদ্ধ কবলিত সুদানের দারফুর অঞ্চলের শহর আল ফাসিরের একটি আশ্রয় কেন্দ্রে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) ড্রোন হামলা ও কামানের গোলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্মীরা। তারা জানান, শুক্রবার রাতে ও শনিবার সকালে শহরটির ওই আশ্রয়কেন্দ্রে এসব হামলা চালানো হয়। দারফুর অঞ্চলে সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা শেষ বড় ঘাঁটি আল ফাশির, যা অবরোধ করে দখলের চেষ্টা চালাচ্ছে আরএসএফ। দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সেনাবাহিনী ও আরএসএফ দুই বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। রয়টার্স জানিয়েছে, কয়েক মাস ধরে চলা অবরোধে শহরটিতে ক্ষুধা ও রোগব্যাধি ছড়িয়ে পড়েছে, আর ক্রমাগত ড্রোন ও কামানের গোলা আশ্রয়কেন্দ্র, মসজিদ, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলোতে আঘাত হানছে। শনিবার স্থানীয় সময় সকালে এক বিবৃতিতে আল ফাশির রেজিস্ট্যান্স কমিটি বলেছে “বহু...