দেশে গ্যাস সংকটের জন্য রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীদের দায়ী করেছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। এছাড়া, বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ও ব্যবসায়ীদের নিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। বিশ্ববাজারের ওপর ভিত্তি করে প্রতি মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম সমন্বয় করে সরকার। তবে, বেশিরভাগ জায়গায় এলপিজি সিলিন্ডার বিক্রি হয় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে। ‘এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক সম্মেলনে জ্বালানি উপদেষ্টা বলেন, ১২০০ টাকার এলপিজি সিলিন্ডার ১৪০০ টাকায় বিক্রি হওয়ার পেছনে ব্যবসায়ীরাই দায়ী। এ সময়, অতিরিক্ত মুনাফা করে বিদেশে টাকা পাচারের মানসিকতা থেকে ব্যবসায়ীদের বের হয়ে আসার আহ্বান জানান তিনি। মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘এই যে ১২০০ টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হয়...