বার্ষিক সেলস কনফারেন্স ২০২৫ উদযাপন করেছে দেশের অন্যতম শীর্ষ খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেড।শুক্রবার (১০ অক্টোবর) দেশের বৃহত্তম পর্যটন নগরী কক্সবাজারে এ কনফারেন্সের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের সেলস টিমের সেরা পারফর্মার এবং শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘অদম্য আমরা একসাথে’, যা আকিজ বেকার্স লিমিটেড পরিবারের ঐক্য, পরিশ্রম ও দৃঢ়তার প্রতীক হিসেবে প্রতিধ্বনিত হয়। অনুষ্ঠানে বিক্রয়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ এবং উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কনফারেন্সে সেরা পারফর্মারদের বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয় এবং ভবিষ্যৎ লক্ষ্য ও বাজার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।আকিজ বেকার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন বলেন, আমাদের এই সাফল্য, আমাদের ঐক্য, নিষ্ঠা ও অবিরাম পরিশ্রমের প্রতীক। আকিজ বেকার্স লিমিটেড কখনো তাদের পণ্যের...