জাতীয় পার্টির (জাপা) সমাবেশে হামলা চালিয়ে পুলিশ দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি মনে করেন, তার দলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তাই একটি মহলের ষড়যন্ত্রে দলীয় কর্মসূচিতে বার বার হামলা করা হচ্ছে। শনিবার (১১ অক্টোবর) পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সন্ধ্যায় কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দলের সমাবেশে বাধা প্রসঙ্গে তিনি বলেন, ‘আবারও নব্য ফ্যাসিবাদের উদ্ভব হয়েছে। এটি রাজনীতি ও গণতন্ত্রের জন্য অশনিসংকেত।’ পাটোয়ারী বলেন, ‘আমাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। হামলার আশঙ্কার কথা বলে কর্মী সমাবেশে বিনা উসকানিতে হস্তক্ষেপ করেছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে বহু নেতাকর্মী পদদলিত হওয়ার শঙ্কা ছিল। এটি খুবই দুঃখজনক। অথচ জাতীয় পার্টি সব সময় এ সরকারকে সহযোগিতা করে...