এশিয়া কাপের ফাইনাল শেষে মাঠের উত্তাপ পেরিয়ে এখন ঝড় উঠেছে প্রশাসনিক অঙ্গনে। ভারতীয় দল ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানালে সেই ট্রফি হাতে নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। ঘটনাটিকে ‘অপেশাদার আচরণ’ আখ্যা দিয়ে বিসিসিআই তার বিরুদ্ধে আইসিসির কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।ভারতের মিডিয়া সূত্রের দাবি, নকভি বলেছেন—এশিয়া কাপের ট্রফি আপাতত দুবাইয়ের এএসসি অফিসেই থাকবে, তার অনুমতি ছাড়া এটি ভারতের হাতে তুলে দেওয়া হবে না। তিনি নিজেই ট্রফি দিতে চান সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলকে—যদিও ভারতীয় বোর্ড এর বিরোধিতা করেছে আগেই।পিটিআই-এর প্রতিবেদন বলছে, বিসিসিআই এরই মধ্যে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে যে নকভির আচরণ ছিল অতিরিক্ত কর্তৃত্বপরায়ণ ও প্রোটোকল-বহির্ভূত।এক ভারতীয় বোর্ড কর্মকর্তা বলেছেন, ‘নকভির এমন জেদ দেখানোর কোনো অধিকার ছিল না। টুর্নামেন্টের অফিসিয়াল...