সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। আর তাতে শুরুটা ভালোই হয়েছে তাদের।আফগানিস্তানের টপ ও মিডল অর্ডারকে দাঁড়াতেই দেননি মোস্তাফিজ-রিশাদরা। আবুধাবিতে আজ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। টস শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বলেছেন, টস জিতলে তিনিও ব্যাটিং বেছে নিতেন। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় এই ম্যাচটি তাদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। বাংলাদেশের একাদশে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় এসেছেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। বোলিং দুইজনেই এখন পর্যন্ত বেশ ভালো করেছেন। আগে ব্যাটিংয়ে নামা আফগানদের শুরুতেই ধাক্কা দেন তানজিম হাসান সাকিব। আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে (১১) জাকের আলীর ক্যাচে ফেরান এই ডানহাতি পেসার। এরপর তিনে নামা সেদিকুল্লাহ অটলকে (8) দাঁড়াতে দেননি তানভীর ইসলাম। শুরুর সেই ধাক্কা সামলাতে...