বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা আমাদের ওপর অত্যাচার ও নির্যাতন করেছে তারা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত সবসময় চেষ্টা করেছে কী করে আমাদেরকে বিপদে ফেলা যায়। পানির হিস্যা আমাদের দেয় নাই, তিস্তার হিস্যা পাই নাই, ফারাক্কার ন্যায্য হিস্যা আমরা পাই নাই।’ আজ শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আ. স. ম হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘ভারতের সাথে বন্ধুত্ব আমরা চাই তবে সেটা সমতার ভিত্তিতে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে।’এসময় তিনি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সদস্যদেরকে নির্বাচনী মাঠে নেমে যাওয়ার তাগিদ দেন। মির্জা ফখরুল বলেন, ‘আপনারা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না, চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে কাইত করার...