দুর্গাপূজায় দীর্ঘ ছুটি পেয়েছি। এই সময়টা আমি খেলাধুলা করে, ঘুরে বেড়িয়ে এবং পরিবারের সঙ্গে আড্ডা দিয়ে কাটিয়েছি। তবে সবসময় খেলাধুলা বা ঘোরাফেরার মধ্যে নয়, ছবি আঁকাতেও সময় দিয়েছি। এই কয়েকদিন আমার টেবিলে নিয়মিত আর্ট পেপার এবং রংপেন্সিল থাকত। কখনো দেশীয় আর্ট করেছি আবার কখনো অ্যানিমেশন আর্টে মন দিয়েছি। ছুটিতে আমি পোর্ট্রেট ড্রইং, ফ্যাশন স্কেচ, কাপল সিলুয়েট ড্রইং এবং অ্যানিমে স্কেচ এঁকেছি। প্রতিটি ছবি আমাকে নতুন কিছু শিখিয়েছে। প্রতিটি রেখা, রং এবং...