গাজাগামী নৌবহর ফ্রিডম ফ্লোটিলার একটি জাহাজ থেকে আটক হওয়ার পর মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন আলোকচিত্রী, মানবাধিকারকর্মী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। তিনি বলেন, “অনেক রকম নির্যাতনের মধ্যে মানসিক নির্যাতন বেশি করা হয়েছে। গভীর রাতে ইসরায়েলি সেনারা মেশিনগান নিয়ে কারাগারের সেলে ঢুকে আতঙ্ক সৃষ্টি করতো।” গত বুধবার গাজাগামী ফ্রিডম ফ্লোটিলার জাহাজগুলো দখল করে নেয় ইসরায়েলি বাহিনী। ওই বহরে ‘কনশানস’ নামের একটি জাহাজে ছিলেন শহিদুল আলম। পরে অন্যদের সঙ্গে তাকেও বন্দি করে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে ছাড়া পেয়ে তুরস্ক হয়ে শনিবার সকালে ঢাকায় আসেন তিনি। বিকালে রাজধানীর দৃক পাঠ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফ্লোটিলায় অবস্থান, আটক এবং আটকের পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেন এই আলোকচিত্রী। শহিদুল আলম বলেন, “অনেক রকমের নির্যাতন হয়েছে। প্রধান যদি বলি, সেটা মানসিক নির্যাতন। আঘাত...