ভারতের প্রখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ সফর করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী। ছয় দিনের ভারত সফরের অংশ হিসেবে আজ শনিবার (১১ অক্টোবর) তিনি দেওবন্দে আসেন। সফরকালে তিনি দিল্লিসহ বিভিন্ন শহরে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।দেওবন্দ সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী প্রথমেই পরিদর্শন করেন প্রতিষ্ঠানটির ঐতিহাসিক শায়খুল হিন্দ লাইব্রেরি। এরপর তিনি উপস্থিত হন দারুল হাদীস-এ, যেখানে তিনি হাদীসের সনদ লাভ করেন। এই সনদ প্রদান করেন দারুল উলূম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আবুল কাসেম নোমানী।পরবর্তীতে দারুল উলূমের লাইব্রেরির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক জনসভায় তিনি শিক্ষার্থী ও উপস্থিত শ্রোতাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ ও প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “দেওবন্দ শুধু ভারতের নয়, বরং সমগ্র উম্মাহর এক আলোকিত কেন্দ্র। এখানকার দীনি নূর আজ আমাদের সমাজের প্রতিটি কোণে ছড়িয়ে আছে।...