চলতি বছরের প্রথম ৯ মাসে সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন বাংলাদেশ থেকে — এমন তথ্য প্রকাশ করেছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৩ অক্টোবর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত ১৫ হাজার ৪৭৬ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন। দেশভিত্তিক হিসাব বলছে, ইতালিতে এ সময়ে আগত মোট অভিবাসীদের ৩০ শতাংশই বাংলাদেশি, যা অন্য যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর ইতালিতে মোট ৫১ হাজার ৮৫৫ জন অভিবাসী সমুদ্রপথে প্রবেশ করেছেন। আগের বছর ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৫১ হাজার ৩৪১ জন, আর ২০২৩ সালে এক লাখ ৩৫ হাজার ৩১৯ জন। অর্থাৎ, মোট আগমনের সংখ্যা কিছুটা কমলেও বাংলাদেশিদের আগমন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের প্রথম নয়...