বর্তমান সময়ে পিঠের ব্যথা শুধুমাত্র বৃদ্ধদের সমস্যা নয়। আজকাল এটি তরুণ ও মধ্যবয়সী অনেকেরই সাধারণ অভিযোগ। অনেকে এটিকে পেশীর চাপ, খারাপ ভঙ্গি বা দীর্ঘক্ষণ বসার ফলাফল হিসেবে উপেক্ষা করেন। তবে কখনও কখনও এটি শুধু পিঠের ব্যথা নয়, বরং আরও গভীর ও গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে। সেই সাধারণ ব্যথার আড়ালে লুকিয়ে থাকতে পারে প্যানক্রিয়াটিক ক্যান্সারের মতো জীবন-ঝুঁকিপূর্ণ রোগ। সাধারণত পিঠের ব্যথা পেশীর চাপ, মেরুদণ্ডের ক্ষয় বা স্নায়ু সংকোচনের কারণে হয়। তবে বিরল ক্ষেত্রে, বিশেষত যখন অন্যান্য লক্ষণের সঙ্গে যুক্ত থাকে, তখন এটি গভীর রোগের ইঙ্গিত দিতে পারে। প্যানক্রিয়াটিক ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সূক্ষ্ম ও অস্পষ্ট হওয়ার কারণে অনেক সময় রোগ ধরা পড়ে না, ফলে রোগ যখন ধাপে ধাপে বাড়ে তখনই সমস্যার খবর আসে। প্যানক্রিয়াস শরীরের গভীরে, পেটের পেছনে ও মেরুদণ্ডের সামনে...