*ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যের শক্তি হারালে আন্দোলনের অগ্রগতি থেমে যাবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেন, যারা দেশ প্রেমিক, যারা সমাজে অত্যন্ত সজ্জন ব্যক্তি তারাসহ কারখানার শ্রমিক, মাঠের কৃষক, শিক্ষক, চাকুরিজীবী যাদের রাজনীতি করার আইনগত অধিকার আছে তারা সবাই বিএনপির সদস্য হতে পারবেন। শুধু অপরাধীরা সদস্য হতে পারবেনা, বিএনপিতে অপরাধীদের ঠাঁই নাই। যারা সমাজে নানা ধরনের অপকর্মে যুক্ত, যারা জনগণের মধ্যে ভীতি সঞ্চার করে তারা বিএনপির সদস্য হতে পারবে না। কোন দুর্নীতিবাজ বিএনপি’র সদস্য হতে পারবেনা। যারা সমাজে আতঙ্ক সৃষ্টি করে যারা বিএনপির সদস্য হতে পারবে না। এরা ছাড়া সবাই সদস্য হতে পারবে। শনিবার দুপুরে তিনি গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত নতুন সদস্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব...