বর্তমানে হালাল পণের বৈশ্বিক বাজার প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের হলেও বাংলাদেশের রপ্তানি এক বিলিয়ন ডলারেরও কম, একটি কার্যকর হালাল ইকোসিস্টেমের অনুপস্থিতির পাশাপাশি দেশে হালাল পণ্যের এ্যাক্রিডিটেড সার্টিফিকেট প্রদানে স্বতন্ত্র কর্তৃপক্ষ না থাকার কারণে এ খাতের বিশাল সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না বলে জানিয়েছেন ডিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী। আজ শনিবার (১১ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মিলনায়তনে অনুষ্ঠিত “বাংলাদেশের হালাল শিল্পখাতের উন্নয়ন; সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে রাজিব এইচ চৌধুরী বলেন, অর্থনীতির দ্রুত-বর্ধনশীল ও সম্ভাবনাময় হালাল খাতের বৈশ্বিক বাজার প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩৪ সালে এটি ৯ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবার সম্ভাবনা রয়েছে। অথচ বাংলাদেশ মাত্র ৮৫০ মিলিয়ন ডলারের...