দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের পর ব্রাজিলিয়ান ফুটবলে ফের জেগেছে আত্মবিশ্বাস। কার্লো আনচেলোত্তির অধীনে দলের এই দাপট দেখে আশাবাদী হয়েছেন ব্রাজিলের তিন কিংবদন্তি—জিকো, রোমারিও ও কাফু। শুক্রবার রাতে মারাকানায় একটি চ্যারিটি ম্যাচ খেলার পর জাতীয় দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন বিশ্বকাপ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তারা। জিকো বলেন, 'শুক্রবারের পারফরম্যান্স অসাধারণ ছিল। আমরা দেখেছি আরও মনোযোগী, দায়িত্বশীল এক দলকে। প্রত্যেকে কোচকে বোঝাতে চাচ্ছে যে তারা এই দলে থাকতে চায়। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, খেলোয়াড়দের প্রেরণাও তত বাড়ছে। আশা করি এটা হবে দুর্দান্ত প্রস্তুতির সূচনা।' নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে জিকো হেসে বলেন, “ও খেলবে কি না, সেটা নির্ভর করছে ওর শারীরিক অবস্থার ওপর।” রোমারিও মনে করেন, প্রতিপক্ষের দুর্বলতা থাকলেও ৫-০ স্কোরলাইন দলের শক্তিরই প্রমাণ,...