সৃজনশীল সাহিত্য, বিশেষত ছোটগল্প দ্বিবিধ প্রক্রিয়ায় রচিত হয়, বানিয়ে ও ঘটিয়ে। বানিয়ে তোলা ছোটগল্পের আবেদন অপ্রতুল। ধ্রুপদী সাহিত্যের সঙ্গে তার সম্পর্ক সাংঘর্ষিক না হলেও প্রীতিপ্রদ ও টেকসই নয়। অপরদিকে, ঘটিয়ে তোলা ছোটগল্প পাঠককে ঘটনার সাথে একাত্ম করে নিবিড় পর্যবেক্ষক কিংবা সহযাত্রীতে রূপান্তর করে। ঘটিয়ে তোলা কৌশলের অর্থবহ প্রয়োগের মধ্য দিয়ে রক্ষিত হয়, সাহিত্যের শিল্পমান। প্রশ্ন হলো, এই বিষয়ে অবতারণা কেন? আর তার শানেনযুলই বা কী? সৈয়দ মনজুরুল ইসলামের গল্প পাঠান্তে বানিয়ে তোলা ও ঘটিয়ে তোলার প্রসঙ্গ হাজির হয়েছে। তাঁর গল্প মূলত: ঘটিয়ে তোলা পদ্ধতির আশ্রয়ে রচিত। তিনি জ্ঞাত হোক কিংবা অজ্ঞাতসারে এ পদ্ধতির যথার্থ ও স্বার্থক প্রয়োগ ঘটিয়েছেন। যা এই সময়ের গল্পভুবনের বাইরে স্বাতন্ত্র্য এক সত্তায় উদ্ভাসিত হয়েছে পাদপ্রদ্বীপের আলোয়। ছোটগল্পের সারাৎসার বলতে প্রচলিত ও অর্থবহ যে ধারণা, বোধ ও...