আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাজে হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ (শনিবার) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা। আবুধাবিতে টস হেরে আগে বোলিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছে লাল-সবুজের দল। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে একশ রানের আগেই ৪ উইকেট হারিয়েছে আফগানিস্তান। এর মধ্যে তিনটি উইকেটই তুলে নিয়েছেন স্পিনাররা। চতুর্থ উইকেট হারানোর পর ইব্রাহিম ও নবীর ব্যাটে এগোচ্ছে আফগানিস্তান। তাদের সংগ্রহ ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৯ রান। ইব্রাহিম ৮২ বলে ৫৭ এবং নবী ১৮ বলে ৯ রানে ব্যাট করছেন। প্রথম ওয়ানডেতে আফগান স্পিনারদের কাছে পরাস্ত হওয়ার পর আজ স্পিন নির্ভর বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। এক পেসার বাদ দিয়ে বাড়তি স্পিনার দলে নিয়ে টাইগাররা। বোলিং আক্রমণে দুই পেসার তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন মেহেদি হাসান...