বাজারমূল্যের দিক থেকে সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম শুক্রবার আবার কমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যে শুল্ক বৃদ্ধির ঘোষণার জেরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার বিটকয়েন ১ লাখ ০৪ হাজার ৭৮২ ডলারে নামার পর দাম ওঠানামা করতে থাকে। কখনো ১ লাখ ১০ হাজার ডলারের কাছাকাছি চলে যায়। কখনো আবার সাময়িকভাবে ১ লাখ ৫ হাজার ডলারের কাছাকাছি চলে যায়। বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। শনিবার ট্রাম্প ঘোষণা দেন, তিনি চীনা রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। পাশাপাশি প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রে ‘যেকোনো গুরুত্বপূর্ণ সফটওয়্যার’ রপ্তানির ওপরও নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এর আগে চীন দুর্লভ খনিজ পদার্থের রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। তার জেরেই মূলত ট্রাম্প বাণিজ্যযুদ্ধের পালে হাওয়া দেন। এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে বড় ধরনের ধাক্কা...