ব্যবসায়ীকে অপহরণ, মারধর করে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানার মামলায় গ্রেফতার ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের জামিন মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত ৫০০ টাকা মুচলেকায় তার জামিন দেন। তবে এই মামলার অপর দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- মো. হেলাল উদ্দিন ও মোহাম্মদ ইদ্রিস। এদিন গ্রেফতারের পর শাওন ও হেলালকে এবং রিমান্ড শেষে ইদ্রিসকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষে জয়নুল আবেদীন পলাশ জামিন চেয়ে আবেদন করেন। তিনি বলেন, ‘মামলার বাদী আদালতে হাজির আছেন। বাদী...