ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো পেরিয়ে আসার পর এখন সুশৃঙ্খল জীবনযাপন করছেন বলে জানান। পরীমণির ভাষ্য, আমার প্রচণ্ড প্যানিক হয় এবং আমার মৃত্যুভয় হয় অনেক। এই সমস্যা থেকে মুক্তির জন্য তিনি এখন নিয়মিত সাইকিয়াট্রিস্টের কাছে যান। তিনি বলেন, আমি ডিসিপ্লিন জীবন যাপন করি, নামাজ বা মেডিকেশন করি। আমি একটা সুন্দর, মানে সিস্টেমেটিক লাইফ লিড করার চেষ্টা করি, যেটা আমি কখনোই করতাম না, একদমই। অনুষ্ঠানের তিনি আরও জানান, এখন ভেবেচিন্তে কাজ করেন। তার কথায়, আগে আমি করতাম, কিন্তু হুটহাট করে করতাম, চিন্তাভাবনা করে করতাম না যে...