দাম্পত্যজীবনের পাঁচ দশকের বেশি সময় পার করেছেন ভারতীয় অভিনেত্রী জয়া ভাদুড়ি ও বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। কবে তাদের প্রথম দেখা হয় তা সামনে এনেছেন অমিতাভ। শনিবার অমিতাভের ৮৩তম জন্মবার্ষিকীতে এনডিটিভি লিখেছে, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে অমিতাভ কথা বলেন এক দর্শকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে। এই শোয়ে অতিথি ছিলেন যাদের হাত ধরে অমিতাভ হয়ে ওঠেন এক কিংবদন্তি, তাদের একজন চিত্রনাট্যকার গীতিকার জাভেদ আখতার এবং তার ছেলে পরিচালক ফারহান আখতার। শো চলার সময় একজন নারী অমিভাভকে জয়ার সঙ্গে তার প্রেমের শুরু নিয়ে প্রশ্ন করেন। তার প্রশ্ন ছিল, “শোনা যায় জঞ্জির সিনেমার সেটে জয়াজির সঙ্গে আপনার প্রেমের গল্পের শুরু। আর এর পরেই আপনারা বিয়ে করেন। এটা কি সত্যি?” অমিতাভ হেসে বলেন, “আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন, তাই আমি পরিষ্কার করে...