১১ অক্টোবর ২০২৫, ০৭:০৬ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৭:১৭ পিএম শোবিজের জনপ্রিয় কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল প্রায়শই স্যোশাল মিডিয়ায় থাকেন সরব। নানা গুণে গুণান্বিত এ অভিনেতা সাম্প্রতিক সময়ে অভিনয় দিয়ে বারবার আলোচনায় উঠে এসেছেন। বর্তমানে প্রচারে রয়েছে মারজুক রাসেল অভিনীত ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের পঞ্চম সিজন। এ ছাড়া একক অভিনীত বেশ কয়েকটি নাটকেও কাজ করছেন তিনি। কিন্তু ইদানীং সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের পেজে ছোট ছোট ভিডিও প্রকাশ করছেন তিনি। যেসব ভিডিওতে উঠে আসছে রম্যের সঙ্গে হিউমার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন মারজুক রাসেল। যেখানে দেখা যায়, দোকানে মারজুক রাসেলকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সামাজিক মাধ্যমের সেই ভিডিওতে মারজুক রাসেলকে উদ্দেশ্য করে একজন বলেন,―ভাই, আপনার এই অবস্থা ক্যা?― আমি এই দোকানের ‘বান্ধা কাস্টমার’।...