সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি, অনুষ্ঠান বন্ধ করে দেওয়া, কিংবা শিল্পীদের নিরুৎসাহিত করার প্রবণতায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শনিবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন এ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, উৎসব, নাট্য প্রদর্শনী, সংগীতানুষ্ঠান কিংবা মুক্ত সাংস্কৃতিক আয়োজন এসব জায়গায় যে অযৌক্তিক হস্তক্ষেপ চলছে, তা শুধু শিল্পীদের প্রতি অবমাননা নয়, এটি সমাজের গণতান্ত্রিক চেতনা ও মানবিক সংস্কৃতির ওপর সরাসরি আঘাত। সংস্কৃতি মানে মানুষের মুক্তচিন্তা, সহনশীলতা ও মানবতার চর্চা। সংস্কৃতির ক্ষেত্রকে সংকুচিত করার অর্থ, মানুষকে চিন্তাহীন ও অন্ধকারের দিকে ঠেলে দেয়া। গণতান্ত্রিক রাষ্ট্রে শিল্প-সংস্কৃতির চর্চা অবাধ ও নিরাপদ থাকা উচিত মন্তব্য করে উদীচী নেতৃবৃন্দ বলেন, বেশ কিছুদিন ধরেই মৌলিক সাংস্কৃতিক অধিকার বারবার...