আগামী ডিসেম্বরের মধ্যে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রম শুরু করতে চায় সরকার। সে লক্ষ্যে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জনবল কাঠামো গঠনের পাশাপাশি আইন ও কিছু বিধি পরিবর্তনের কাজও চলমান। বিশ্লেষকেরা বলছেন, এনবিআর আলাদা হলেও নীতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। উভয় বিভাগের সমন্বয় না হলে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব হবে না। এনবিআরকে দু-ভাগ করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করার পর, গত ২১ আগস্ট সংশোধিত অধ্যাদেশ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সব কাজ চলছে। এটি বাস্তবায়িত হলে থাকবে না জাতীয় রাজস্ব বোর্ড। বিলুপ্ত হবে চেয়ারম্যান ও সদস্যদের পদ। ডিসেম্বরেই শুরু হবে দুটি আলাদা বিভাগের কার্যক্রম। এনবিআরের আয়কর নীতি বিভাগের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, ‘আমাদের যত আইন আছে, সবগুলোতেই জাতীয় রাজস্ব বোর্ডের কথা...