মিসরের শারম আল শেখে গত বুধবার হামাস ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়। দীর্ঘ বৈঠকের পর ইসরায়েলের মন্ত্রিসভা শুক্রবার ভোরে তা অনুমোদন দেয়, এবং একই দিন সকাল থেকেই যুদ্ধবিরতি কার্যকর হয়।চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েলি বাহিনী ২৪ ঘণ্টার মধ্যে গাজার নির্দিষ্ট এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। আগামী সোমবারের মধ্যে হামাস জীবিত সব জিম্মিকে মুক্তি দেবে এবং এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে।এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। ওই পরিকল্পনার আলোচনায় অংশ নেয় হামাস, ইসরায়েল, ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএলএফপি)।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি কার্যকরের পর ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে গাজার কয়েকটি এলাকা থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে। অনলাইনে...