ঢাকা : বেশ কয়েকমাস ধরেই দীপিকা পাড়ুকোনকে নিয়ে বলিউডে নানা চর্চা। মূলত, সিনেমার শুটিংয়ে আট ঘণ্টা শিফটের দাবি তুলে বেশ প্রযোজক ও পরিচালকের চক্ষুশূল হয়েছেন অভিনেত্রী। এই দাবির ফলে দীপিকার হাত ফসকে গিয়েছে বেশ কিছু বিগ বাজেট ছবি।এমনকী, দীপিকার এমন দাবিতে বলিউডের একাংশ তাঁকে কটাক্ষও করতে শুরু করেছে। তবে এই সব নিয়ে দীপিকা একটুও চিন্তিত নন। বরং নিজের দাবিতে অনড় রয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।বরাবরই স্পষ্টবক্তা দীপিকা। নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে চান। এই কারণেই হয়তো রণবীর সিংয়ের সঙ্গে প্রেম, বিয়েকে বরাবরই গোপনে রেখেছিলেন। নিজের মেয়ে দুয়াকেও প্রকাশ্য়ে আনেননি। তবে রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পর যখন অবসাদে ডুবে গিয়েছিলেন, তখন দীপিকা মনের কথা খোলাখুলি বলেছিলেন।দীপিকার কাছে এখন স্বামী ও সংসারই প্রথম প্রায়োরিটি। সংসারের জন্য তিনি...