দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (৫-৯ অক্টোবর) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চারদিনই বেশিরভাগ সিকিউরিটিজের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো সূচক ২ শতাংশের বেশি কমেছে। তবে ডিএসইর গড় লেনদেন বেড়েছে প্রায় ৬ শতাংশ। আর ডিএসইর বাজার মূলধন সপ্তাহের ব্যবধানে প্রায় ৮ হাজার কোটি টাকা কমেছে। গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৭৯টির। বিপরীতে কমেছে ২৯৮টির। আর ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। এই বড় সংখ্যক শেয়ার ও ইউনিটে দরপতন হওয়ায় গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৩২ পয়েন্ট বা ২ দশমিক ৪৪ শতাংশ কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছ, গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৭৯টির। বিপরীতে কমেছে ২৯৮টির। আর ১৯টির দর অপরিবর্তিত...