দিনের দ্বিতীয় ওভারেই রান আউটে কাটা পড়লেন সেঞ্চুরিয়ান ইয়াশাসভি জয়সওয়াল। এরপর দলকে এগিয়ে নিলেন শুবমান গিল। চমৎকার ব্যাটিংয়ে ভারত অধিনায়কও উপহার দিলেন সেঞ্চুরি। পাঁচশ ছাড়ানো বিশাল পুঁজি গড়ল স্বাগতিকরা। পরে ব্যাটিং নামা ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরলেন রাভিন্দ্রা জাদেজা। দিল্লি টেস্টে শনিবার ৫ উইকেটে ৫১৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান করে দ্বিতীয় দিন শেষ করে ক্যারিবিয়ানরা। এখনও ৩৭৮ রানে পিছিয়ে তারা। আগের দিনের ১৭৩ রানের সঙ্গে দুই রান যোগ করতেই ফিরে যান জয়সওয়াল। তবে শেষ পর্যন্ত খেলেন গিল। ২০ রান নিয়ে নতুন দিন শুরু করে তিনি খেলেন ১২৯ রানের ইনিংস। তার ১৯৬ বলের অপরাজিত ইনিংসটি সাজানো ২ ছক্কা ও ১৬ চারে। টেস্টে এটি গিলের দশম সেঞ্চুরি। গত জুনে ভারতের টেস্ট অধিনায়ক...