তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে আউট করে ওপেনিং জুটি ভাঙলেন তানজিম হাসান সাকিব। তার বলে ডিপ স্কোয়ার লেগে জাকের আলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন গুরবাজ। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় খেলাটি। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। টস হেরে বোলিংয়ে নেমে শুরুতেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। এদিন, দলীয় ১৮ রানের মাথায় তার বিদায়ের মধ্য দিয়ে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ১৮ রানে উইকেট হারানোর পর মারকুটে স্বভাবে ব্যাট চালাতে থাকে আফগানরা। বড় শট খেলতে গিয়ে দলীয় ৩৮ রানের মাথায় আবারও উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। তরুণ স্পিনার তানভীরের প্রথম ওভারেই মারতে গিয়ে ক্যাচ আউটের শিকার হয় সেদিকউল্লাহ...