পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, দেশে এখন এমন ধারণা তৈরি হয়েছে যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আসলে ইমরান খান প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সশস্ত্র শাখায় পরিণত হয়েছে। শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খাইবার পাখতুনখোয়ায় শান্তি পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগকে কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করছে। তাদের লক্ষ্য প্রদেশকে অস্থিতিশীল করে তোলা। আতা তারার বলেন, ‘পুরো জাতি সন্ত্রাসবাদের অভিশাপ নির্মূলে ঐক্যবদ্ধ। রাদ-উল-ফাসাদ ও জারব-ই-আজবের মতো সামরিক অভিযানে সন্ত্রাসী নেটওয়ার্কগুলো দুর্বল হয়ে পড়েছে।’ তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক ব্যক্তি পরিকল্পিতভাবে জঙ্গিদের পুনরায় দেশে ফিরিয়ে এনেছিলেন। তথ্যমন্ত্রী আরও দাবি করেন, খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক মন্ত্রিসভার মধ্যেই কাঠ ও মাদক চক্র সক্রিয় রয়েছে। তারার প্রশ্ন তোলেন, ‘তামাক ও কাঠ মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রাদেশিক সরকার এতদিন কী করেছে? অবৈধ গাড়ি ব্যবহার বন্ধে কোনো উদ্যোগ...