খেলার মাঠে অধিনায়কের দায়িত্ব থাকে অনেক। খেলোয়াড়দের সক্রিয় রাখা ও দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকে অধিনায়কের ওপর। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে মাঠে নামানো হচ্ছে না অধিনায়ক জামাল ভূঁইয়াকে। নামালেও খেলানো হয় দ্বিতীয়ার্ধে। ফলে ম্যাচে নেই অধিনায়কের প্রভাব, খালি রয়ে গেছে নেতৃত্ব দেওয়ার জায়গাটি। ক্রিকেটের মতো ফুটবলে অধিনায়কের প্রভাব বেশি না থাকলেও নেতৃত্ব যে সব খেলাতেই দরকার। বাংলাদেশ ফুটবল দলের ক্ষেত্রে সংবাদ সম্মেলনে বা আনুষ্ঠানিক কাজে অধিনায়ক হিসেবে জামাল ভূঁইয়া থাকলেও খেলার মাঠে বেশ অনিয়মিত তিনি। অপরদিকে একাদশে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড় হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে লেস্টার সিটির মতো ক্লাবের তিনি নিয়মিত খেলোয়াড়। দলের হয়ে দায়িত্ব পালন করেছেন অধিনায়কেরও। তাই আগামীতে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক হিসেবে হামজা চৌধুরীকে দেখতে চান সাবেক অধিনায়ক আমিনুল...