নিজস্ব প্রতিবেদক : চুলে তেল দেওয়া অনেকের কাছে প্রাকৃতিক যত্নের অংশ হলেও, বিশেষজ্ঞরা সতর্ক করছেন— সব ধরনের ত্বক ও চুলে তেল দেওয়া সব সময় উপকারী নাও হতে পারে। বরং ভুলভাবে তেল ব্যবহার করলে চুল পড়া বেড়ে যেতে পারে। তেল খুশকির স্তরকে আরও আঠালো করে তোলে, ফলে বাড়ে চুলকানি, প্রদাহ ও চুল পড়া। বরং চিকিৎসা-নির্ভর শ্যাম্পু ব্যবহার করা উচিত। তেল ময়লা ও ঘাম আটকে রাখে, ফলে স্ক্যাল্পে দুর্গন্ধ, চুলকানি ও চুল পড়া হয়। তবে চুলের প্রান্তে সামান্য তেল ব্যবহার করা যেতে পারে। তেল ছিদ্র বন্ধ করে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এতে ব্যথা, প্রদাহ এবং চুলের গোড়ার ক্ষতি হতে পারে। যদি চুল পড়া অস্বাভাবিক হারে হয়, তেল না দিয়ে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উত্তম। কারণ এর পেছনে হরমোন বা স্ক্যাল্প ইনফেকশন থাকতে পারে।...