নিজস্ব প্রতিবেদক : ‘মানবিক ডিসি’ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আবারও প্রমাণ করলেন— মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত প্রশাসনের পরিচয়। রাজবাড়ীর কালুখালির মাঝপাড়া গ্রামের রিংকু শরীফের মেয়ে পিংকি শরীফ (২৫) মারা যান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিলের অজুহাতে ১ লাখ ৭৩ হাজার টাকা দাবি করে লাশ আটকে রাখে। অসহায় পিতা রিংকু শরীফ শুধুমাত্র ৪০ হাজার টাকা জোগাড় করতে পেরে অনুরোধ করলেও, হাসপাতাল লাশ দিতে অস্বীকৃতি জানায়। এই হৃদয়বিদারক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নারায়ণগঞ্জের ডিসি জাহিদুল ইসলাম বিষয়টি নজরে নিয়ে দ্রুত যোগাযোগ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মঈনুল হাসানের সঙ্গে। দ্রুত সমন্বয়ের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষকে রাজি করানো হয় এবং ঘটনার ১৪ ঘণ্টা পর রাত ১০টার দিকে পিংকির...