মদ্যপ ব্যক্তির নানা কাণ্ড মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, কখনো খবরের শিরোনামও হয়। সম্প্রতি ভারতের কিছু সংবাদমাধ্যমে স্থান পেয়েছে এক মদ্যপ যুবকের কাণ্ড। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বছর ত্রিশের এক যুবক পশ্চিমবঙ্গের হাওড়ার উলুবেড়িয়ার একটি এলাকার বাসিন্দা। পেশায় অটোভ্যান চালক, গাছ কাটার কাজও করেন। মাঝেমধ্যে সন্ধ্যার পর মদ পানের অভ্যাস রয়েছে তাঁর। সেদিনও মদ্যপ অবস্থায় নিজ এলাকায় ফিরছিলেন। ফেরার পথে অন্য একটি এলাকায় তাঁকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। অচেনা এই ব্যক্তি কেন মধ্যপ অবস্থায় রাস্তায় ঘুরছেন– এই প্রশ্ন থেকেই হইচই। হইচইয়ের একপর্যায়ে তাঁকে তাড়া করে এলাকাবাসী। গাছে ওঠার দক্ষতা থাকায় রাস্তার ধারের এক উঁচু নারকেল গাছে উঠে পড়েন। একেবারে গাছের মাথায় গিয়ে বসে থাকেন তিনি। নিচ থেকে সবাই নেমে আসার অনুরোধ করলেও রাজি হন না।...