স্পিনারদের নিয়ন্ত্রণে দ্বিতীয় টেস্টেও আধিপত্য দেখাচ্ছে ভারত। শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অধিনায়ক শুবমান গিলের দারুণ সেঞ্চুরির পর নিয়মিত বিরতিতে আক্রমণ করে ওয়েস্ট ইন্ডিজের পথে কাঁটা বিছিয়ে দিয়েছেন ভারতের স্পিনাররা। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে সফরকারীদের স্কোর ৪ উইকেটে ১৪০। তারা এখনও ভারতের থেকে ৩৭৮ রানে পিছিয়ে। ক্রিজে রয়েছেন শাই হোপ (৩১*) ও উইকেটরক্ষক ব্যাটার টেভিন ইমলাচ (১৪*)। দিনের নায়ক ছিলেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। নিয়েছেন ৩টি উইকেট। এর আগে ভারতের প্রথম ইনিংসে অধিনায়ক গিল খেলেছেন অপরাজিত ১২৯ রানের ইনিংস। চলতি বছরে ৮ টেস্টে এটি তার পঞ্চম শতক। তাতে ভারতের অধিনায়কদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। ২০১৭ ও ২০১৮ সালে পাঁচটি করে সেঞ্চুরি করেছিলেন তখনকার অধিনায়ক বিরাট কোহলি। ১৯৯৭ সালে অধিনায়ক হিসেবে শচীন টেন্ডুলকারও করেন চারটি...