নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে এবার সরব হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাবিলা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।” পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে এতে ৭০ হাজারের বেশি লাইক, সাড়ে ১১ হাজার মন্তব্য ও দেড় হাজারের বেশি শেয়ার পড়েছে। নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামের সন্তান পলাশ জানান, তার জন্মভূমিকে বিভাগ ঘোষণার দাবিতে স্থানীয়দের আন্দোলনের সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করছেন। বিনোদন জগতে প্রায় ১৩ বছর...