তথাকথিত ‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো পক্ষেরই আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। দুদু বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী এই সরকারকে সবাই সাপোর্ট করে। পরবর্তী সরকার যারা আসবে তারা এই সরকারকে সংসদের মাধ্যমে বৈধতা দিবে বলে আমাদের বিশ্বাস। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামসুজ্জামান দুদু বলেন, ‘সেফ এক্সিট’-এর বিষয়ে বিএনপির সঙ্গে কেউ কোনো আলোচনা করেনি। বর্তমান সরকারের যারা আছেন তাদের বিষয়ে পরবর্তী সরকার স্বাভাবিকভাবেই একটু ভাববেন। আইনগত বৈধতা দিতে হলে পার্লামেন্টে আইনগত বৈধতা দিতে হবে। ইতোমধ্যে ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে আগামী ১৫ তারিখে জুলাই সনদে স্বাক্ষর হবে। এই স্বাক্ষরের মধ্য দিয়ে সবাই একটি জায়গায় ঐক্যবদ্ধ হবে। গণতান্ত্রিক আন্দোলনের প্রসঙ্গে শামসুজ্জামান দুদু...