বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংস্কারের জন্মদাতা দল। সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে গণতন্ত্র ফিরিয়ে এনে প্রকৃত সংস্কারের সূচনা করেছিলেন। শনিবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘হান্নান শাহ স্মৃতি সংসদ’ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহ রিয়াজুল হান্নান, কাজী সাইয়েদুল আলম বাবুল, ড. এম এ কাইয়ুম, হুমায়ুন কবির খান, ড. রফিকুল ইসলাম বাচ্চু, মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক শাফিন, চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী ও মমতাজ উদ্দিন রেনু প্রমুখ। মির্জা ফখরুল বলেন, কিছু মানুষ বলছে...