সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জের ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন। দ্বিতীয় ওয়ানডেতে দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ নেই। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। শনিবার সন্ধ্যায় আরব আমিরাতের আবু ধাবি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান ক্রিকেট দল। প্রথম ম্যাচে জিতে সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে আফগানরা। অন্যদিকে বাংলাদেশ দলের জন্য আজকের ম্যাচটি সিরিজ বাঁচানোর লড়াই। এই ম্যাচে হেরে গেলে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে টাইগারদের। গত ৮ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করে ব্যাটিং বিপর্যয়ের কারণে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ১৭ বল হাতে রেখে ৫ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায় আফগানরা। বাংলাদেশ:তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, নুরুল হাসান,...