আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে আউট করার মধ্য দিয়ে ওপেনিং জুটি ভাঙলেন তানজিম হাসান সাকিব। তার বলে ডিপ স্কয়ার লেগে থাকা জাকের আলির হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন গুরবাজ। তার বিদায়ের মধ্য দিয়ে ৪.৫ ওভারে ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। শনিবার সন্ধ্যায় আরব আমিরাতের আবু ধাবি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে আফগানিস্তান ক্রিকেট দল। প্রথম ম্যাচে জিতে সিরিজ জয়ের লক্ষ্য আফগানদের। প্রথম ওয়ানডেতে ২২১ রানে করে ৫ উইকেটে হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য আজ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। আজ বাংলাদেশ দলে দুটি পরিবর্তন। দ্বিতীয় ওয়ানডেতে দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ নেই। তাদের পরিবর্তে দলে ফিরেছেন রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ:তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, নুরুল হাসান, তানজিম হাসান,...