ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফের অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।আরো পড়ুন:ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতাকে বহিষ্কারচাকসু: ছাত্রদলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরলেন দুই প্রার্থী চাকসু: ছাত্রদলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরলেন দুই প্রার্থী এ সময় সাজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শিক্ষক নিয়োগ বোর্ডে আওয়ামী দোসরদের বাতিল করা ও পরিবহন সমস্যা নিরসনে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, রোকনউদ্দিন, সদস্য সাব্বির হোসেন, আবু সাইদ রনি প্রমুখ। ছাত্রদলের...