বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপির শিক্ষা ও গবেষণা নিয়ে আলাদা ভাবনা রয়েছে। জনগণের ভোটে সরকার গঠনের ক্ষেত্রে তারা জিডিপির ন্যূনতম ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করবে। আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এখন ব্যবসায় রূপ নিয়েছে এবং শিক্ষার্থীদের ইচ্ছামতো পড়াশোনা করার সুযোগ নেই। বিএনপি রিসার্চ ও ডেভেলপমেন্টকে সর্বাত্মক গুরুত্ব দিয়ে শিক্ষাব্যবস্থার গঠনমূলক পরিবর্তন আনার পরিকল্পনা করছে। শামা ওবায়েদ আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে জেলায় জেলায় নতুন বিজ্ঞান ও কৃষি বিশ্ববিদ্যালয় নির্মিত হলেও সেখানে দুর্নীতি হয়েছে...